
শুক্রবার বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করেন শোবিজের এই দুই তারকা।

বিশাল এক কেক ও ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন বর্তমান সময়ের জনপ্রিয় এই নায়ক-নায়িকা।

শোরুম উদ্বোধনের পরে পোশাক দেখছেন মিম।

টুয়েলভ মূলত টিম গ্রুপের ১২তম প্রতিষ্ঠান। বসুন্ধরা সিটিতে টুয়েলভ-এর শোরুম
উদ্বোধনের মধ্যদিয়ে রাজধানীতে টুয়েলভ-এর মোট শোরুম সংখ্যা হলো ছয়টি।

ঢাকার বাইরে ময়মনসিংহ ও ফেনীতে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এছাড়াও শীঘ্রই বগুড়া এবং সিলেটে যাত্রা শুরু করতে যাচ্ছে টুয়েলভ।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়ক-নায়িকা উদ্বোধনরে পর শোরুমটির বিভিন্ন পণ্য
ঘুরে দেখেন। তারা বলেন, টুয়েলভ-এর পোশাক শুরু থেকেই মানসম্পন্ন।