
আকাশ আম্বানী আর শ্লোকা মেহতার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। মুম্বাইয়ের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে সাত পাকে বাঁধা পড়লেন তারা।

উপস্থিত ছিলেন ভারতের আরেক শীর্ষ ধনী রতন টাটা, টাটা গ্রুপের ম্যানেজার, মাহিন্দ্রার সিইওসহ আরও অনেকে।

প্রিয়াঙ্কা চোপড়া এসেছিলেন ভাই সিদ্ধার্থ, মধু চোপড়ার সঙ্গে।

গুজরাতি সনাতনী প্রথায় বিয়ে হল আকাশের। মা নীতা আম্বানী গোটা অনুষ্ঠানে সব নিয়ম মেনে পালন করেছেন। একই সঙ্গে ঈশা আম্বানীও বেশ কিছু নিয়ম পালন করেন আকাশের বিয়ের।

জেপি মর্গ্যান, ব্যাঙ্ক অব আমেরিকা, স্যামসাঙের এগজিকিউটিভরা উপস্থিত ছিলেন আকাশের বিয়েতে। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুনও উপস্থিত ছিলেন। এসেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া রায়। অমিতাভ-জয়া-শ্বেতা বচ্চনও উপস্থিত ছিলেন আকাশের বিয়েতে।